শুক্রবার গভীর রাত থেকে সকাল পর্যন্ত তীব্র বৃষ্টিতে ভিজে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ নাইম।
শুক্রবার রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত মধুরচর চৌকিদার বাড়ি এলাকায় মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন বাড়ি থেকে প্রায় এক লক্ষ মিটার কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ করা হয়। এসময় ৫ জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের ৪ জনকে ১ বছরের কারাদন্ড এবং ১ জনকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
সাথে সাথে আটককৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব এ এফ এম ফিরোজ মাহমুদ।
অভিযানে সহযোগিতা করেন RAB-11 এবং দোহার থানা পুলিশ।
আপনার মতামত দিন