বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে দোহারে আলোচনা সভা

97

১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি করেছে দোহার উপজেলা প্রশাসন। শুক্রবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা। এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সালমা খাতুন, দোহার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা। সভায় ভোক্তা অধিকারের উপর রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে বিশেষ সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জয়পাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আপনার মতামত দিন