বিলাশপুরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন আবুল হোসেন

245

ঢাকা জেলার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নবাসীকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও টানা তিন বারের মেম্বার আবুল হোসেন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিলাশপুর যেন সুন্দর ও আনন্দময় একটা ঈদ উদযাপন করতে পারে তিনি সেই কামনা করেন।

বিলাশপুর ইউনিয়নবাসীর কাছে আবুল হোসেন একজন পরিচিত মুখ। ছাত্ররাজনীতি থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। ছাত্রলীগের রাজনীতিতে তিনি পরিচিত মুখ ছাত্র জীবন থেকেই। নির্বাচিত হয়েছেন জনপ্রতিনিধি হিসাবেও। সময়ের সাথে সাথে রাজনীতির মাঠে তিনি হয়েছেন আরো সক্রিয়। শুধু রাজনীতি নয়, জনমানুষের যেকোন প্রয়োজনে তিনি ছিলেন সব সময় অগ্রগন্য। করোনা মহামারীতে সারা দেশ যখন আক্রান্ত, সরকারি ত্রান বিতরনে তার সঠিক ভূমিকা নজর কেরেছে সাধারন মানুষের। ফলে দায়িত্ব পেয়েছেন বিলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদকের। তিনি সাধারন মানুষের পাশে আরো ব্যাপক ভাবে থাকতে চান। অংশ নিতে চান তাদের সুখ এবং দুঃখের। তাই করোনা এই মহামারীতে ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, করোনা মহামারী থেকে মুক্তি পেতে আল্লাহ তায়ালার রহমত ও সচেতনতার কোন বিকল্প নেই। তাই আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে। ঈদ আনন্দ উদযাপন  করতে হবে। প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। এসময় সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

অন্য খবর  দোহারে নদীতে গোসল করতে গিয়ে নারীর মৃত্যু

আপনার মতামত দিন