বিমানবন্দরে আটক নবাবগঞ্জ ইউপি চেয়ারম্যান শিরিন

79

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত বিগত একক নির্বাচনের নির্বাচিত চেয়ারম্যান শিরিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার সময় গতকাল বুধবার তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম তার আটকের খবর এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
ওসি মমিনুল ইসলাম আরো বলেন, বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যের হাতে আটকের পর শিরিন চৌধুরীকে নবাবগঞ্জ থানায় দায়েরকৃত একটি হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে নেওয়া হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। পাশাপাশি সত্য তথ্য উদঘাটন ও অধিকতর তদন্তের স্বার্থে শিরিনকে ৭ দিনের রিমান্ডে চাইবে নবাবগঞ্জ থানা পুলিশ। উল্লেখ্য,
শিরিন চৌধুরী প্রথমবারের মতো আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি আগলা ইউনিয়ন পরিষদের প্রথম নারী চেয়ারম্যান।

আপনার মতামত দিন