ভূমি অফিসের পর বিদ্যালয়ে চুরি

341

দোহার ভূমি অফিসের এবার প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ২.৩০ টায় ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জামিলা খাতুন জানান, ক্ষয় ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে তারা অনুসন্ধানে আছেন কি পরিমাণ ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষিকা বাদী হয়ে দোহার থানায় একটি জি ডি করেছেন। 
চুরির বিষয়ে দোহার উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হককে জানানো হয়েছে বলে জানা যায়।
এদিকে বিদ্যালয়ের পার্শ্ববর্তী ইসলামপুর বাজারেও চুরির ঘটনা ঘটেছে একই রাতে। বাজারে ইউসুফ চোকদারের সাউন্ড সিস্টেমের দোকান থেকে দুটি বড় ওয়েফার চুরি হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১,৭০,০০০/= টাকা। এছাড়া আরও একটি মুদি এবং চালের দোকানেও চুরির ঘটনা ঘটেছে।
বিদ্যালয়ে চুরির ঘটনাটি এলাকাবাসীকে অবাক করেছে বলে জানা যায়।

আপনার মতামত দিন