বিজ্ঞান অলিম্পিয়াড সেরা ড্যাফোডিল স্কুল ও জয়পাড়া কলেজ

311

বৃহস্পতিবার ঢাকা জেলার দোহার উপজেলায় হয়ে গেলো, বিজ্ঞান মনষ্ক জাতি গঠনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের শিক্ষা কার্যক্রমের আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঞ্চম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা ২০২০। প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব এ এফ এম ফিরোজ মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রদ্ধেয় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।
প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে প্রথম হয়েছে ড্যাফোডিল স্কুল ও কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে জয়পাড়া কলেজ। প্রতিযোগিতার সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রকিব হাসান।

ফলাফলঃ

(জুনিয়র গ্রুপ – স্কুল পর্যায়)
প্রথম স্থান অধিকারী – ড্যাফোডিল হাই স্কুল
দ্বিতীয় স্থান অধিকারী – কার্তিকপুর উচ্চ বিদ্যালয়
তৃতীয় স্থান অধিকারী -ড্যাফোডিল হাই স্কুল
চতুর্থ স্থান অধিকারী -ড্যাফোডিল হাই স্কুল
পঞ্চম স্থান অধিকারী – বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়

(সিনিয়র গ্রুপ- কলেজ পর্যায়)
প্রথম স্থান অধিকারী –
দ্বিতীয় স্থান অধিকারী( যৌথ) -জয়পাড়া ডিগ্রি কলেজ
দ্বিতীয় স্থান অধিকারী( যৌথ) -সরকারি পদ্মা মহাবিদ্যালয়
তৃতীয় স্থান অধিকারী – মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজ
চতুর্থ স্থান অধিকারী – মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজ

আপনার মতামত দিন