বিএনপি’র নতুন কমিটি বাতিলের দাবীতে পুরাতনদের বিক্ষোভ

215

তারেক রাজীব : শুক্রবার সন্ধ্যায় দোহার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলামের ও সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নেতৃত্বে জয়পাড়া কলেজের সামনে ওই সমাবেশ হয়।

সমাবেশ শেষে বিএনপির ওই অংশের নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে তাঁরা বর্তমান কমিটি বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন। সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা নুরুল ইসলাম, নজরুল ইসলাম, শাহীন মোল্লা, রেজাউল হালিম প্রমুখ।
উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারি সাহাবুদ্দিন আহমেদকে সভাপতি এবং আলমগীর বেপারীকে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপির সাত সদস্যের কমিটি ঘোষণা করে ঢাকা জেলা বিএনপি।

আপনার মতামত দিন