বিএনপি আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও হারবে: কাদের

17
বিএনপি আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও হারবে: কাদের

বিএনপি আন্দোলনে হেরে গেছে। যে দল আন্দোলনে হেরে যায় সেদল নির্বাচনেও হারবে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২২ জুলাই) সকালে নোয়াখালীর কবিরহাটে উপজেলা আওয়ামী লীগের শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলন, সংঘাত কিংবা রক্ত ঝরিয়ে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না। এ সময় বিএনপি জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা বলেও মন্তব্য করেন তিনি।
সকাল ১১টা থেকে সরকারি কলেজ অডিটোরিয়ামে সমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম। তৃণমূলের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। সমাবেশে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন নেতারা।

আপনার মতামত দিন