বাহ্রাঘাটে ভাঙ্গন, নদী গর্ভে ঘাটের একাংশ

1238

ঢাকা জেলার দোহারে পদ্মা তীরবর্তী এলাকায় আবার ভাংগন শুরু হইয়াছে। বর্ষাকাল শেষ হয়ে গেলে ও পদ্মার ভাংগন শেষ হয়নি। থেমে থেমে ভাংগন চলছেই এ যেন দেখার কেউ নেই।  নদীঘেষা বিভিন্ন এলাকায় ভাংগন অব্যাহত আছে।গত সপ্তাহ দু’ইএক যাবত এই ভাংগ শুরু হইয়াছে। এর মাঝে বৃহস্পতিবার রাতের হঠাত ভাংগনে নদী গর্ভে বিলিন হয়েছে ঘাটের একাংশ।

গত কয়েকদিন আগে বাহ্রাঘাট সংলগ্ন নয়াবাড়ী ইউনিয়নের প্রাক্তন মহিলা মেম্বার মিনু আরার বাড়ী রাতে হঠাৎ পুরো বাড়ীটি নিচের দিকে ধেবে যেতে শুরু হলে বাড়ীর আশে পাশের মানুষের মাঝে আতংঙ্গ বিরাজ করে। আজ আবার নয়াবাড়ী ইউনিয়নের বাহ্রাঘাট বাস স্টান্ডের সাথে হালেমের বিল্ডিং, মজিবুরের দোকান, ডাঃ সাজ্জদ্দিনের দোকান,কান্দু ফকিরের হোটেল,রেজ্জেক মোল্লার বাড়ী, সেলিমের চায়ের দোকান ও আক্তারের বাড়ীর মালামাল সহ নদী গর্ভে চলে যায়। এমন অবস্থা শুরু হলে মানুষ নিরুপায় অসহায়ের মত অবলোকন করা ছাড়া তাদের কিছুই করার ছিলনা বলে এলাকাবাসী বলেন।

এ অবস্থা চলতে থাকলে এবং এর কোন ব্যবস্থা যদি করা না হয় তাহলে নয়াবাড়ী ইউনিয়ন অল্পসময়ের মধ্যে নদী গর্ভে চলে যাবে বলে এলাকাবাসী মনে করেন।

আপনার মতামত দিন