বান্দুরায় রাতের আঁধারে কেটে ফেলা হল ৬০টি কলাগাছ

186
বান্দুরা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের এক কৃষকের কলা বাগানের ৬০টি গাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক সফিউদ্দিন শিকদার অজ্ঞাতদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ক্ষতিগ্রস্থ কৃষক সফিউদ্দিন শিকদার নিউজ৩৯কে বলেন, আমি ব্যবসার জন্য নিজের জমিতে পাশে ৩/৪ দিন আগে ৬০টি কলা গাছ লাগিয়েছিলাম। সোমবার রাতে কে বা কারা আমার কলা গাছগুলো কেটে ফেলেছে। তিনি আরো বলেন, আমার সাথে কারো শত্রুতা থাকতে পারে। কিন্ত গাছের সাথে এ কেমন শত্রুতা। এভাবে গাছ কাটাটা দুঃখজনক। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছি।

লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। তদন্ত চলছে। তদন্ত করে বিষয়টির ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত দিন