বান্দুরায় গীর্জা থেকে মাদ্রাসা ছাত্র আটক

1831
বান্দুরায় গীর্জা থেকে মাদ্রাসা ছাত্র আটক

নবাবগঞ্জের বান্দুরায় গীর্জা থেকে ৬ মাদ্রাসা ছাত্র আটক করেছে র‍্যাব-১১ ও নবাবগঞ্জ থানা পুলিশ। গির্জার বড় দিনের অনুষ্ঠান চলাকালে গীর্জায় সন্দেহজনকভাবে ঘুরাফেরা করার সময়ে ৬ মাদ্রাসা ছাত্রকে আটক করা হয়।

গত ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাসনাবাদ জপমালা রানীর গীর্জা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই ঢাকার লালবাগ এলাকার একটি মাদ্রাসার ছাত্র বলে পুলিশ জানায়।

আটককৃতরা হলেন, রাজধানীর লালবাগ এলাকার রাজশ্রীনাথ রোডের আব্দুল হাকিমের ছেলে মো. আরিফ (১৮), ঐ এলাকার শহীদনগর ৫নং গলির মনিরুজ্জামানের ছেলে জাকির হোসেন (২৬), চক বাজার এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. মূসা (১৮), চাঁদপুর জেলার গোবিন্ধরা এলাকার আব্দুল মান্নানের ছেলে সাইফুল (২১), নরসিংদি জেলার দড়িকান্দি গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে সিবগাতুল্লাহ্ (২২), টাঙ্গাইল জেলার থানা পাড়া এলাকার আব্দুল বারিকের ছেলে আব্দুল হাকিম (২০)।

নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) একেএম শামীম হাসান জানান, তারা গীর্জা এলাকায় সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিল। আটককৃতদের জিজ্ঞাসাবাদে সন্দেহজনক বলে মনে হওয়ায় তাদের আটক করা হয়।

আপনার মতামত দিন