বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র স্বাধীন হওয়ার পর থেকেই শুরু হয়েছে – নির্মল রঞ্জন গুহ

248

বাংলাদেশ আওয়ামীলীগ স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে এ ষড়যন্ত্র বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই শুরু হয়েছে। আজও চলমান রয়েছে। ২০১৮ সাল নির্বাচনের বছর। ষড়যন্ত্র হতে পারে। সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা আবারো প্রমাণ করবো,আমরা বীরের জাতি।’

তিনি বলেন, ২০০১ সালে আমরা ক্ষমতা হস্তান্তর করার সময় বিদেশে রপ্তানি রেখে গিয়েছিলাম ৬ দশমিক ৭ মিলিয়ন ডলার। পাঁচ বছরে তারা মাত্র তিন মিলিয়ন বাড়িয়ে ১০ মিলিয়নে এনেছিল। এরপর তত্ত্বাবধায়ক সরকারের আমলে তা বেড়ে দাঁড়িয়েছিল ১৪ মিলিয়ন ডলারে। সেই রপ্তানির সূচক ১৪ থেকে এখন তা দাঁড়িয়েছে ৩৫ মিলিয়ন ডলারে। সারাদেশে ৯০ শতাংশ মানুষের ঘরে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে। ২০১৮ সালের শেষে শত ভাগ মানুষ বিদ্যুতের সুবিধা পাবে। আমরা ক্ষমতা হস্তান্তরের সময় চার হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে গিয়েছিলাম। তারা ক্ষমতায় এসে সেটাকে তিন হাজার মেগাওয়াটে নামিয়ে এনেছিল।

তাই তিনি সবাইকে নৌকায় ভোট দিয়ে আগামী নির্বাচনে আবার জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহবান জানান।

ঢাকাজেলার দোহার ধোয়াইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক নাণ্টুসহ আরো অনেকে।

আপনার মতামত দিন