বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার স্বীকৃতি পেলেন সাংবাদিক মোঃ আল-আমিন হোসাইন

89

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার স্বীকৃতি পেলেন সাংবাদিক মোঃ আল-আমিন হোসাইন। মঙ্গলবার জাতীয় পত্রিকা, দৈনিক সকালের সময় পত্রিকার ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক তুলে দেন দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক নূর হাকিম। ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউটের হলরুমে ৭ম বর্ষপূর্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গণমাধ্যমকর্মী হিসেবে তৃণমূলের প্রতিবন্ধকতা অতিক্রম করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অনন্য ভূমিকা রাখায় সম্মাননা স্মারক পেয়েছেন দোহার প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় অনলাইন নিউজ পোর্টালে News39.net এর স্টাফ রিপোর্টার এবং দৈনিক সকালের সময় পত্রিকার দোহার প্রতিনিধি মোঃ আল-আমিন হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূর হাকিম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মানিক লাল ঘোষ, দৈনিক সকলের সময়ের সারাদেশ থেকে আমন্ত্রিত জেলা, উপজেলা পর্যায়ের সাংবাদিকসহ, এমপি, উপজেলা চেয়ারম্যান, রাজনৈতিবিদ,কবি সাহিত্যক, ব্যবসায়ীসহ সকল শ্রেণী পেশার মানুষেরা এসময় উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন