বর্দ্ধনপাড়ায় বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী

354

ফারুক আহমেদ ♦ শিক্ষা মানুষকে আলোকিত করে তুলে। তাই দেশের উন্নয়ন করতে শিক্ষিত জনগোষ্ঠি গড়ে তুলতে হবে। ঢাকার নবাবগঞ্জ উপজেলার বর্দ্ধনপাড়া পিকেবি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান এ কথা বলেন।

গত ৫ মে নবাবগঞ্জ উপজেলার পিকেবি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. জুনায়েত বাতেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মান্নান খান বলেন, “দেশে শিক্ষার হার বাড়াতে মহাজোট সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। একটি গোষ্ঠি সরকারের উন্নয়নমূলক কাজে ঈর্ষান্বিত হয়ে বিনা ইস্যুতে রাজপথ উত্তপ্ত করতে মরিয়া হয়ে উঠেছে।“ তিনি আরও বলেন, “নারী শিক্ষাকে এগিয়ে নিতে সরকার যখন উদ্যোগ নিচ্ছে, ঠিক সে মূহুর্তে ইসলাম নামধারী কিছু দল দেশকে অস্থিতিশীল পথে ঠেলে দিতে আন্দোলনের পায়তারা করছে। সচেতন দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।“

তিনি পিকেবি উচ্চ বিদ্যালয়কে ভাল ফলাফল করার জন্য উন্নয়নমূলক সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আক্তার, প্রকৌশলী মিরাজ উদ্দিন হায়দার, আতাহার মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সাহা প্রমুখ।

আপনার মতামত দিন