বন্যা পরিস্থিতি: দিল্লিতে তীব্র যানজট, স্কুল বন্ধ

11
যমুনার পানি বেড়ে যাওয়ায় ভারতের রাজধানী দিল্লিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে শহরটির নানা সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। 

অনলাইন ডেস্ক: যমুনার পানি বেড়ে যাওয়ায় ভারতের রাজধানী দিল্লিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে শহরটির নানা সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট।

দিল্লির মেট্রোরেল করপোরেশন টুইটারে জানিয়েছে, তাদের যমুনা ব্যাংক স্টেশনে প্রবেশ করা যাচ্ছে না। ফলে ওই স্টেশনের কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অন্য রেল রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও ঝুঁকি বিবেচনায় সেতু পারাপারের সময় মেট্রোরেলের গতিও কম রাখতে বলা হয়েছে।

দিল্লির গুরুত্বপূর্ণ সাতটি রাস্তা জলাবদ্ধ হয়ে পড়ায় দেখা দিয়েছে তীব্র যানজট। বর্তমানে যমুনার পানি বিপৎসীমার তিন মিটার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে।

বন্যা পরিস্থিতির মুখে থাকা এলাকার স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তিনটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টও বন্ধ রাখা হয়েছে।

আপনার মতামত দিন