বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে যুবলীগ

251
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে যুবলীগ

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী যুবলীগের নব-নির্বাচিত কমিটি।
আজ রোববার সকালে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের সামনে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুবলীগের নতুন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল। এ সময়ে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে যুবলীগের হারানো ভাবমূর্তি ফেরাতে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে সংগঠনের নতুন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ‘যুবলীগের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করবে নতুন কমিটি। এছাড়াও যুব সমাজকে রাজনীতিমুখী করার পাশাপাশি যুবসমাজের উন্নয়নে সততার সাথে আমরা কাজ করতে চাই।’
ধানমন্ডি থেকে যুবলীগের নতুন চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক যান বনানী কবরস্থানে। সেখানে ১৫ আগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তারা।
শনিবার সংগঠনটির সপ্তম জাতীয় কংগ্রেসে শেখ ফজলে শামস পরশ চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আপনার মতামত দিন