প্রধানমন্ত্রীর জন্যই বিশ্ববাসী বাংলাদেশকে চেনে: স্বরাষ্ট্রমন্ত্রী

    136

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দুর্বার গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে । প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোলমডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই বিশ্ববাসী আজ বাংলাদেশকে চেনে। ’


    বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মৌড়া গ্রামে শেখ রাশেদ বিন মোহাম্মদ রাশেদ আল মাকতুম (রা.) এতিমখানার নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। জঙ্গি তৎপরতায় লিপ্ত সংস্থাগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জামায়াত নিষিদ্ধ করার বিষয়টি এখন আদালতে প্রক্রীয়াধীন অবস্থায় রয়েছে।’
    অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মেহেরী, আরব আমিরাতের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কর্মকর্তা সালেহ আলী আব্দুর রহমান আব্দুল্লাহ, সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডা. এ. আর. খান, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমানসহ অনেকে।

    আপনার মতামত দিন