প্রকাশিত সংবাদের প্রতিবাদ

531

আমি রাহীম কমিশনার, ওয়ার্ড – ০৮, দোহার পৌরসভা, ঢাকা, সাবেক আহ্ববায়ক – দোহার উপজেলা যুবলীগ, সাবেক ছাত্রলীগ নেতা, সাবেক সদস্য ঢাকা জেলা যুবলীগ, নিউজ৩৯ এ প্রকাশিত “‘ভন্ড পীরের আস্তানা উচ্ছেদের পর জয়পাড়ায় আতংক” শিরোনামে প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে যে প্রতিবেদন ছাপা হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমার সাথে কোন সাংবাদিকের এ বিষয়ে কোন কথা হয়নি। তাই এই ধরনের বক্তব্য আমাকে হেয় প্রতিপন্ন করেছে এবং এটি রাজনৈতিক কুট কৌশল বলে মনে করি। আমার দীর্ঘ তিন (০৩) দশকেরও বেশি সময় রাজনৈতিক জীবন চলছে। এছাড়া আমি শতভাগ ইসলাম ধর্মে বিশ্বাসী একজন মুসলমান।  কিন্তু এই ধরনের বক্তব্য আমাকে দারুণভাবে হেয় প্রতিপন্ন করেছে, করেছে মর্মাহত ও বিক্ষুব্ধ। তাই আমি দোহার নবাবগঞ্জের স্বনামধন্য নিউজ৩৯ কতৃপক্ষের নিকট আমার প্রতিবাদলিপি প্রকাশ করে যথার্থ সংবাদ প্রকাশ করতে আহবান জানাচ্ছি।

আপনার মতামত দিন