পূর্ণাঙ্গ সরকারি হতে যাচ্ছে জয়পাড়া কলেজ

454

পূর্ণাঙ্গ সরকারি কলেজ হতে যাচ্ছে দোহার উপজেলার প্রথম কলেজ কলেজ জয়পাড়া বিশ্ব্যবিদ্যালয় কলেজ। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন প্রত্যেক উপজেলায় একটি করে সরকারি কলেজ করা হবে। এই সুবাদে দোহারের জয়পাড়া বিশ্ব্যবিদ্যালয় কলেজ হতে যাচ্ছে সমপূর্ন সরকারি কলেজ।

এ বিষয়ে জয়পাড়া বিশ্ব্যবিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন নিউজ৩৯.নেট-কে জানান “সরকারি প্রকল্পের আওতায় প্রত্যেক উপজেলায় একটি করে সরকারি কলেজ স্থাপন করা হবে। এ কথা জানার পরে আমরা শিক্ষামন্ত্রীর কাছে জয়পাড়া কলেজকে সরকারি করণের আবেদন জানাই, তিনি আমাদের আবেদন মঞ্জুর করেছেন। আশা করা যায় যাবতীয় কাজ কর্ম অতি দ্রুত শেষ করে তিনি আমাদের কলেজকে সম্পূর্ন সরকারি কলেজে পরিনত করবেন।”

তিনি আরও জানান বাংলা, ইংরেজি, সমাজকল্যাণ এবং মার্কেটিং এই চারটি বিষয়ে অর্নাস কোর্স খোলার প্রক্রিয়া চলমান আছে। অতি শীঘ্র তা অনুমোদন করিয়ে বর্ত্তমানে ৩টি এবং অনুমোদনের অপেক্ষায় থাকা ৪ টি বিষয়সহ মোট ৭ টি বিষয়ে অর্নাস খোলার কথা।

আপনার মতামত দিন