“পুকুরে বিষ প্রয়োগ করে মৎস্য নিধন, চরম বিপাকে মৎস্য চাষী সামছুল”

325

 গত ২৪ অক্টোবর দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মিজান নগর গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে মৎস্য নিধনের ঘটনা ঘটে। অত্র অঞ্চলের লতিফ মোল্লার পুকুর ভাড়া নিয়ে বিগত কয়েক বছর যাবত মাছ চাষ করে আসছে সামছুল নামের এক মৎস্য চাষী। কিন্তু হঠাৎ করে পুকুরে বিষ প্রয়োগ করে দুষ্কৃতিকারীরা পুকুরের মাছ মেরে ফেলে। এমন জঘন্যতম ঘটনায় চরম বিপাকে পড়েছে মৎস্য চাষী সামছুল। এলাকাবাসী এমন জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং প্রকৃতি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি আশা করছে। উল্লেখ আড়িয়াল বিলে হাজারো মৎস্য খামার রয়েছে। এমন অপকর্ম শুরুতেই রোধ করা না গেলে ভবিষ্যতে মৎস্য চাষীগন উৎসাহ হারিয়ে ফেলবে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের নজরদারি আশা করছে এলাকাবাসী।

আপনার মতামত দিন