পাহাড় ধসে রোহিঙ্গা শিশু নিহত, আহত ২

6
পাহাড় ধসে রোহিঙ্গা শিশু নিহত, আহত ২

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পাহাড় ধসে মাটি চাপায় রোহিঙ্গা এক শিশু নিহত হয়েছে। একই সঙ্গে আহত হয়েছে আরও ২ জন।

শনিবার (১৫ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়াস্থ ৮ এপিবিএনের সহকারি পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।

নিহত শিশু রুমা (০১), সে ৮ নম্বর ক্যাম্পের ইস্ট ব্লক বি/২৬ এর বাসিন্দা ওমর ফারুকের মেয়ে। আহতরা হলেন- ওমর ফারুকের স্ত্রী সবুরা বেগম (২২), আব্দুল মনাবের ছেলে খাইরুল হক (৮)।

উখিয়াস্থ ৮ এপিবিএনের সহকারি পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, শুক্রবার রাতে পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন ৮ নম্বর ক্যাম্পের ইস্টের বি/২৬ ব্লকস্থ পাহাড়ের পার্শ্বে অবস্থিত ২টি শেডের উপর পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসে মাটি চাপায় ঘটনাস্থলে রোহিঙ্গা এক শিশু নিহত ও ২ জন আহত হয়। সংবাদটি পাওয়ার সঙ্গে সঙ্গে এপিবিএন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত রোহিঙ্গাদেরকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করে।

গত কয়েকদিন ধরে চলমান ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।

 

আপনার মতামত দিন