পান্নু গাজী মুক্ত; দোকানের কর্মচারীকে ছয় মাসের জেল

894

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দেলোয়ার হোসেন নামে এক ইয়াবা ব্যবসায়ীকে ছয় মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার পাড়াগ্রাম এলাকার পলাশ শু অ্যান্ড পিংকি বস্ত্রবিতানের কর্মচারী। শুক্রবার রাতে এক অভিযানে তাকে আটক করা হয়। একই সময় বিতানের মালিক পান্নু গাজীকেও আটক করে পুলিশ।

কিন্তু টাকা খেয়ে তাকে ছেড়ে দেয়ার অভিযোগ করেছে স্থানীয়রা।

তাদের কাছ থেকে ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পান্নু গাজী পাড়াগ্রাম গ্রামের আনোয়ার গাজীর ছেলে ও দেলোয়ার দরিকান্দি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।

নবাবগঞ্জ থানার এসআই কায়সার আহমেদ জানান, শুক্রবার রাতে গোপন সংবাদ পেয়ে ওই বস্ত্রবিতানের মালিক ও কর্মচারীকে ৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

তবে অর্থের বিনিময়ে পান্নু গাজীকে ছেড়ে দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান।

এলাকাবাসীর অভিযোগ, পান্নু গাজী দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছে।

আপনার মতামত দিন