পরপর তিনবার এমপি, বিজয় প্রধানমন্ত্রীকে উৎসর্গ

57
পরপর তিনবার এমপি, বিজয় প্রধানমন্ত্রীকে উৎসর্গ

দ্বাদশ সংসদ নির্বাচনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তার বিজয় প্রধানমন্ত্রীকে উৎসর্গ করেছেন তিনি।

রোববার রাত সাড়ে ৯টায় ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ট্রেনিং অফিসার কুদরত এ খোদা বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।

ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে কাজী জাফর উল্লাহ পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৬ ভোট। এ নিয়ে পরপর তিনবার এমপি হিসেবে ফরিদপুর-৪ আসন থেকে বিজয় লাভ করে হ্যাটট্রিক করলেন।

এমপি নিক্সন চৌধুরী বিজয় লাভ করার পর তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, আমার এ বিজয় উন্নয়নের বিজয়। তাই আমার এ বিজয়কে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করলাম।

এছাড়া হাজার হাজার নেতাকর্মীর উদ্দেশে কোনোভাবেই আইনশৃঙ্খলার অবনতি না করে সবাইকে শান্ত থাকতে অনুরোধ করেন।

আপনার মতামত দিন