পদ্মায় ধরা পড়ল ১৭ কেজির কাতলা

248
পদ্মায় ধরা পড়ল ১৭ কেজির কাতলা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে ১৭ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছে। সোমবার (২২ মার্চ) ভোররাতের দিকে রফিক মাদবর নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। মাছটি মাওয়া মাছের আড়তের মৎস্য ব্যবসায়ী মো. জুয়েল মিয়া কিনে নেন। মাছটির মূল্য ধরা হয়েছে ২১ হাজার ৪২০ টাকা।

গভীর রাতে কয়েকজন মিলে মাঝ পদ্মার লৌহজং উপজেলার শরীয়তপুর টানিং পয়েন্ট এলাকা থেকে জেলে রফিক মাছটি ধরেন। তিনি বলেন, জাল ফেলার কিছু সময় পার হলে জালে ধাক্কা অনুভব করি। তখন বুঝতে পারি জালে বড় কোনো মাছ ধরা পড়েছে। জাল তুলে দেখি প্রায় ১৭-১৮ কেজি ওজনের একটি কাতল মাছ। মাওয়া আড়ত ঘাট এলাকার মাছ ব্যবসায়ী জুয়েল ১ হাজার ২৬০ টাকা কেজি দরে ২১ হাজার ৪২০ টাকায় মাছটি কিনে নেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, নদীতে এখন মাঝেমধ্যে বড় ধরনের মাছ পাওয়া যাচ্ছে। তবে ১৭-১৮ কেজি ওজনের কাতলা মাছ খুব বেশি ধরা পড়ে না। এটি অবশ্যই ভালো খবর।

আপনার মতামত দিন