পচা ও বাসী খাবার বিক্রি : দোহারের সেন্টার ছিফ’কে জরিমানা

781
সেন্টার ছিফ

ঢাকার দোহারের স্বনামধন্য রেস্টুরেন্ট ‘সেন্টার ছিফ’কে পচা-বাসি খাবার বিক্রি করায় এবং লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবা বলেন, বাসি ও পচা খাবার বিক্রি এবং লাইসেন্স না থাকায় ‘সেন্টার ছিফ’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একটি স্বনামধন্য প্রতিষ্ঠান মানুষকে পচা ও বাসি খাবার পরিবেশন করছে এটা কারও কাছে প্রত্যাশিত নয়। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত দিন