ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার আরব আলীর উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আন্তা গ্রামে পাখি মেম্বারের বাড়ির সামনে শনিবার বেলা এগারোটার দিকে পূর্ব শত্রুতার জের ধরে হামলা হয়।
আরব আলীর স্বজনরা অভিযোগ করেছেন, হকিস্টিক দিয়ে আরব আলীকে পিটিয়ে জখম করেছে একই এলাকার মো. সজিব, মো. রাব্বি, মো. কাশেম ও তার ছেলে সহ অন্তত ৮/৯ জন।
আহত মেম্বার আরব আলীকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান দোহার থানার ওসি সিরাজুল ইসলাম পিপিএম, নয়াবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান ও অন্যান্যরা। এ ঘটনায় এলাকায় উভয়পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
আপনার মতামত দিন