নয়াবাড়িতে অবৈধ ড্রেজার পাইপ উচ্ছেদ অভিযান

154
নয়াবাড়িতে অবৈধ ড্রেজার পাইপ উচ্ছেদ অভিযান

ঢাকা জেলার দোহার উপজেলার নয়াবাড়িতে প্রধান সড়ক থেকে অবৈধ ড্রেজার পাইপ উচ্ছেদ করেছে দোহার উপজেলা প্রশাসন। এই সময় নয়াবাড়ির তিনটি স্থানের সড়ক থেকে এই ড্রেজার পাইপ উচ্ছেদ করা হয়।

সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে নয়াবাড়ি ইউনিয়নের তিনটি প্রধান সড়কে অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজার পাইপ উচ্ছেদ করেন।

জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, দোহারের অংশে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করলে বা জনগণের চলাচলের ব্যঘাত ঘটিয়ে বালু ব্যবসা করলে উপজেলা প্রশাসন কঠোর হস্তে তা দমন করবে। সকল অবৈধ বালু ব্যবসায়ীকে সতর্ক করা হয়ছে। অভিযানে সহযোগীতায় ছিলেন দোহার থানার পুলিশ সদস্য বৃন্দ। অভিযান চলমান থাকবে।

আপনার মতামত দিন