নয়নশ্রীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ

475
নবাবগঞ্জ

নবাবগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ করা হয়েছে। উপজেলার নয়নশ্রী ইউনিয়নে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ করেছে বখাটে রতন সরকার। তার বাবার নাম আনন্দ সরকার।
এ ঘটনায় থানায় ধর্ষকের বাবাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হলেও আসামি ধরছে না পুলিশ। স্থানীয় ক্ষমতাসীনদের প্রভাবে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে বলে ভিকটিমের পরিবারের অভিযোগ। সোমবার বিকালে বাড়ির পার্শ্ববর্তী একটি ফাঁকা বাড়িতে নিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক আবুল বাসার বলেন, মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার মতামত দিন