নেটিজেনের সাথে চুক্তিবদ্ধ হলো কাঠালিঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়

648
নেটিজেনের সাথে চুক্তিবদ্ধ হলো কাঠালিঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়

বাংলাদেশের অন্যতম তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান নেটিজেন বাংলাদেশের সাথে চুক্তিবদ্ধ হলো ঢাকা জেলার দোহার উপজেলার কাঠালিঘাটা উচ্চ বিদ্যালয়। তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী প্রযুক্তিবিদ মোস্তফা জব্বারের প্রতিষ্ঠান নেটিজেন বাংলাদেশ’র সাথে চুক্তিবদ্ধ হওয়ার কারনে স্কুলের অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মাঝে যোগাযোগের ন্তুন একটা মাধ্যম সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাসুম মিয়া। এর ফলে এখন থেকে ছাত্রছাত্রীর অভিভাবকরা বাড়িতে থেকেই বিদ্যালয়ের যেকোন তথ্য পাবেন। বিদ্যালয় বন্ধের ঘোষনা, শিক্ষার্থীদের ফলাফল, ক্লাসে তাদের উপস্থিতি ও বিদ্যালয়ের সাথে ছাত্রছাত্রীদের পাওনার তথ্য তাদের মোবাইলেই পেয়ে যাবেন অভিভাকরা।  ফলে এই চুক্তি দোহারের শিক্ষা ক্ষেত্রে গুনগত একটা পরিবর্তনের সুচনা হলো দোহারে। যার শুরু হলো  কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের মাধ্যমে।

আপনার মতামত দিন