নিউজ৩৯.নেট-এ নবীন সাংবাদিক হিসেবে কাজ করার সুযোগ

822

দোহার-নববাগঞ্জের প্রথম অনলাইন পত্রিকা নিউজ৩৯.নেট। আমরা চাচ্ছি এই দুই উপজেলার প্রতিটি এলাকার প্রতিটি খবর তুলে আনতে। শুধু খবর নয়, সম্ভাবনা, সমস্যা, মানুষের চাওয়া তুলে ধরতে, একই সাথে সচেতন সমাজ গড়তে। এজন্য প্রয়োজন একটি নিবেদিত মেধাবী দল গড়া যারা নিজ নিজ এলঅকার জন্য কাজ করবে, তুলে ধরবে নিজের এলাকর খবর। 

খবর ছাড়াও শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও আগ্রহের বিষয় নিয়ে লেখার সুযোগ রয়েছে। এজন্য আমরা প্রতিটি এলাকর মেধাবী, সৃজনশীল তরুন, শিক্ষার্থীদের আহ্বান করছি।

আপনার সিভি (CV) ছবি যুক্ত করে পাঠিয়ে দিন এই ঠিকানায়: team@news39.net

আবেদনের জন্য একটি সহজ সিভি ফরম্যাট তৈরী করা হয়েছে, এটি ডাউনলোড করে পূরণ করার অনুরোধ রইল।

সিভি ফরম্যাট টি ডাউনলোড করুন এখানে ক্লিক করে: http://bit.do/n39yj

আপনার কোনো বিষয়ে জানার থাকলে ইমেইল করুন: team@news39.net

যেহেতু নতুন সাংবাদিক সৃষ্টির প্রয়াস, ন্যূনতম এসএসসি উত্তীর্ণ ছাত্র আবেদন করতে পারবেন। কোনো স্কুল ছাত্র শিক্ষানবিস কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতে চাইলে আবেদন করতে পারবেন। প্রবাসীরাও আবেদন করতে পারবেন।

 

আপনার মতামত দিন