নিউজ৩৯ এ সংবাদ প্রকাশের পর বৈশাখী ভাতা পেল নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকরা

95
নিউজ৩৯ এ সংবাদ প্রকাশের পর বৈশাখী ভাতা পেল নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকরা

ঢাকার দোহার উপজেলার নতুন নিয়োগ প্রাপ্ত প্রাথমিক বিদ্যালইয়ের শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে নিউজ৩৯ সংবাদ প্রকাশের পর ২০২০ সালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নতুন নিয়োগপ্রাপ্ত ৫৩ জন শিক্ষকের বৈশাখী ভাতা গত কাল সোমবার সবার একাউন্টে পোছে যায়।

বৈশাখী ভাতা যার যার একাউন্টে জমা হওয়ার পর নতুন শিক্ষকরা ধন্যবাদ জানান নিউজ৩৯ কে। তারা বলেন আমরা ভেবেছিলাম বৈশাখী ভাতা পাবো না সংবাদ প্রকাশের কারনে ১০ মাস পরে হলেও আমরা বৈশাখী ভাতা পেছি তাই আমরা নতুন শিক্ষকদের পক্ষ্য থেকে নিউজ৩৯ কে এ ভাবে অনিয়ম ও দূরনীতির বিরোধ্যে নিউজ করতে পারেন ও আপনাদের সাফল্য  কামনা সহ ধনবাদ জানাই।

আরো একজন শিক্ষিকা জানান আমার বৈশাখী ভাতা ১২৫১ টাকা আমাদের একাউন্টে জমা হয়েছে।

আপনার মতামত দিন