নিঃশর্ত ক্ষমা চেয়ে হাইকোর্টে পার পেলেন কক্সবাজারের জেলা জজ মোহাম্মদ ইসমাইল। ক্ষমা প্রার্থনার আবেদন গ্রহণ করে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। একইসাথে নিয়ম ভেঙে তার দেয়া ৯ আসামির জামিন কেনো বাতিল হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ সময় আদালত উষ্মা প্রকাশ করে বলেন, বিষয়টি কোনোভাবেই মেনে নেয়া যায় না। এ ঘটনায় বিচার বিভাগের শৃঙ্খলা নষ্ট হয়েছে, হাইকোর্টও বিব্রত। আইন না মেনে চললে বিচার বিভাগের সাথে বিচারকরাও ক্ষতিগ্রস্থ হন। বিচারের ক্ষেত্রে তাড়াহুড়ো করা উচিৎ নয়। এতে করে পুরো বিচার বিভাগের ওপর প্রশ্ন উঠে।
পরে আদালত থেকে বের হয়ে জেলা জজ মোহাম্মদ ইসমাইল সাংবাদিকদের বলেন, ভুল হয়েছে বলেই ক্ষমা চেয়েছেন তিনি।
আইনশৃঙ্খলা বিঘ্নতার অভিযোগে করা মামলায় ৯ আসামিকে নিয়ম ভেঙে জামিন দেয়ার ঘটনায় কক্সবাজার জেলা জজ মোহাম্মদ ইসমাইলকে গত ১৬ জুলাই হাইকোর্টে তলব করা হয়েছিল।