নারিশায় বিদ্যুৎস্পৃষ্টে পোল্ট্রি ব্যবসায়ীর মৃত্যু

259
দোহার

ঢাকার দোহার উপজেলার নারিশা বাজারে সোমবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মুরগি ব্যবসায়ী মারা গেছেন। নিহত ব্যবসায়ীর নাম মোঃ শহিদুল ইসলাম শহীদ (৩৫)। নিহত শহিদুল উপজেলার নারিশা উত্তর চক এলাকার হাসেন বেপারির ছেলে ও নারিশা বাজার বণিক সমিতির সদস্য।

বাজারের দোকানীরা জানান, সোমবার সকালে শহিদুল দোকানে এসে লাইট-ফ্যানের সুইচে সমস্যা দেখেন। নিজেই তা মেরামত করতে গেলে শরীরে বিদ্যুৎ প্রবাহিত হয়ে দাড়িয়ে থাকেন। পরে পাশের দোকানিরা তাকে কাছে গিয়ে ডাকলে তার কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। সবাই অনুমান করেন যে, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।

পরে স্থানীয়রা তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহার থানার শাইনপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাহবুবুল হক রনি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। স্বজনদের অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত দিন