নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট কাজ করছে।
সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস এর প্রধান কার্যালয় থেকে জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ফকির এপারেলস নামে একটি পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
এর আগে রবিবার রাতে পৌনে ১টার দিকে সদর উপজেলার দক্ষিণ সস্তাপুর এলাকায় হলি ফেব্রিক্স ডাইং কারখানায় এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় বেলাল নামে এক ফায়ার ফাইটার আহত হন। তাকে সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাইং কারখানায় বয়লারে কাপড় রঙ করার কাজ চলছিল। হঠাৎ বয়লারের রুমে আগুন লাগে। মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার শ্রমিকসহ স্থানীয়রা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। আগুনের খবর পেয়ে রাত দেড়টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তাদের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।