নাজমুল হুদা বিদেশে, নেত্রীর সাথে দেখা কি হবে?

171

বিএনপি’র প্রতিষ্ঠাতা সদস্য ব্যাঃ নাজমুল হুদা বৃহস্পতিবার সকালে সিংগাপুরের উদ্দ্যেশে যাত্রা করেছেন। এদিকে বুধবার রাতে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াও চিকিৎসার জন্য সিংগাপুর গিয়েছেন। তবে ধারণা করা হচ্ছে সেখানে ব্যাঃ হুদা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পূত্র আরাফাত রহমান কোকোর সাথে দেখা করবেন। আর সম্ভব হলে বেগম খালেদা জিয়ার সাথেও দেখা করবেন। এ ব্যাপারে তার ব্যক্তিগত সহকারী আক্কাসুল আলম নিউজ৩৯কে জানান, স্যার চিকিৎসার জন্য গিয়েছেন। আশা করা হচ্ছে তিনি ২৪শে অক্টোবার দেশে ফিরে আসবেন। তবে রাজনৈতিক কোন সাক্ষাৎকার হবে কি’না তা এখনো আমাদের জানা নেই।

আপনার মতামত দিন