নাজমুল হুদা বহিস্কৃত না পদত্যাগ ! বিএনপি’তে যোগদান

340

বিএনপি’র সাবেক ভাইস চেয়ারম্যান ব্যাঃ নাজমুল হুদা রবিবার রাতে বিএনপি’তে যোগদান করেছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছেন। জানা যায়, রবিবার রাতে তিনি তার নিজের গড়া দল বিএনএফ থেকে বহিস্কৃত হয়েছেন। যদি ব্যাঃ নাজমুল হুদার ঘনিষ্ঠজনেরা এটিকে বলছেন যে, দোহারের আপামর জনগণের ভালোবাসার টানে দাদা অভিমান ভেংগে ঘরে ফিরে এসেছেন। তাই তিনি বিএনএফ এর সাথে সকল সম্পর্ক ছিন্ন করে সেখান থেকে পদত্যাগ করেছেন।

এদিকে ঢাকা জেলা বিএনপি’র সভাপতি আঃ মান্নান অনুমোদিত থানা কমিটি বিলুপ্ত করার দাবীতে ১৯শে মার্চ জাতীয় কাউন্সিলের আগেই দোহারে বিক্ষোভ করবে ব্যাঃ নাজমুল হুদা সমর্থিত গ্রুপ, বলে জানা গেছে।

আপনার মতামত দিন