নবাবগঞ্জের সাধক বলাই চাঁদ দরবেশের মৃত্যু বার্ষিকী পালন

133
বলাই চাঁদ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার সাধক বলাই চাঁদ দরবেশের ২৭৫তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় কলাকোপা বাগহাটি গ্রামে ক্ষ্যাপা রানী-বলাই চাঁদের মন্দির প্রাঙ্গনে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি বিপদ ভঞ্জন সাহা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশে ধর্মীয় সম্প্রতি বজায় থাকে। আপনারা যে যেভাবেই ধর্ম পালন করেন। ধর্ম পালনে বিশ^াসীরা নাস্তিক নন। আমি সকল ধর্মকে সম্মান করি।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- নারী ও শিশু অধিকার কর্মী মাধুরী বণিক, মন্দিরের দরবেশ মরণ চাঁদ, দরবেশ পালন চাঁদ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক অমল মজুমদার, শিক্ষক সনাতন সাহা, সমাজ কর্মী সুজন মাহমুদ, সূর্য্যকান্ত চক্রবর্তী, গৌর বিশ^াস, নীলচাঁন শীল, রঞ্জিত হালদার প্রমূখ।

আপনার মতামত দিন