নবাবগঞ্জের যন্ত্রাইলে ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন

471

নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি মো. সারোয়ার হোসেন খান এবং সাধারণ সম্পাদক নূরে আলমের যুবলীগের স্বারক্ষিত প্যাডে এ কমিটির অনুমোদন দেয়া হয়। এতে  অনুপম দত্ত নিপু সভাপতি, মো. উজ্জল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বাকিরা হলেন সহ-সভাপতি ইব্রাহীম খান রনি, সুশিল সরকার, শৈকত হোসেন, বিকাশ মাঝি, পলাশ ব্যাপারী। যুগ্ম সাধারণ সম্পাদক  মো. বারেক, উজ্জল সরকার, উজ্জল মিয়া। সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসেন, শাহীনূর ইসলাম শাওন, মো. রনি। প্রচার সম্পাদক সুজন বৈদ্য, দপ্তর সম্পাদক মো. রাকিব, ত্রাণ-সম্পাদক মো. মাসুদ, সমাজ কল্যান সম্পাদক সোহেল ফকির, সাংস্কৃতিক সম্পাদক অজয় পাল, ক্রীড়া সম্পাদক শেখ রমজান, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত রাজবংশী, সহ-সম্পাদক মো. মাসুম হোসেন নিরব, সুভংকর মন্ডল, মো. ফরহাদ। সদস্যÑ দ্বিপক পাল, বরুন মন্ডল, দ্বিপক মজুমদার, বিকাশ সরকার, দুলু রাজবংশী,  মো. শাকিল,  মো. খালেদ, জনি পাল হেরিছ প্রমূখ। আগামী তিন বছর মেয়াদকালে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

আপনার মতামত দিন