নবাবগঞ্জের বারুয়াখালীতে ৩ দিনব্যাপী এক তাফসিরুল কোরআন মাহফিল

835

নবাবগঞ্জের বারুয়াখালীতে ২৫ বছর পূর্তি উপলক্ষে ৩ দিনব্যাপী এক তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার বারুয়াখালী ইউনিয়ন তাফসিরুল মাহফিল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়ে শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলটি সম্পন্ন হয়। এতে দোহার, নবাবগঞ্জ ও মানিকগঞ্জের হরিরামপুর থানার মুসল্লিরা অংশ গ্রহণ করেন।
মাহফিল কমিটির সভাপতি মো. শাহজাহান শিকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিকারীপাড়ার তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি তোজাম্মেল হোসেন চৌধুরী। তিনদিনে প্রধান বক্তা ছিলেন ক্বারি মাওলানা শেখ মো. সিদ্দিকুর রহমান, ড. মুফতি আবুল কালাম আজাদ (বাশার) ও হাফেজ মাওলানা মুফতি আমীর হামজা।

আপনার মতামত দিন