নবাবগঞ্জের করোনা সনাক্ত নমুনা সংগ্রহকারী দুই টিমের এক টিম করোনা আক্রান্ত

993
নবাবগঞ্জের করোনাভাইরাস পরিস্থিতি

সারাদেশের মতো করোনায় বিপর্যস্ত ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা। প্রবাসী অধ্যুষিত এই উপজেলায় প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সারা নবাবগঞ্জে করোনা স্যাম্পল সংগ্রহের জন্য নবাবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের দুইটি টিম কাজ করতো। এই দুই টিমের মাঝে এক টিম ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছে। নবাবগঞ্জ উপজেলা করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা হরগোবিন্দ সরকার অনুপ নিউজ৩৯ এর কাছে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

সারা দেশের ৪০তি জেলাকে করোনা রোগীর সংখ্যায় পিছনে ফেলেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলা। নবাবগঞ্জ উপজেলা করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা হরগোবিন্দ সরকার অনুপের পরিচালনায় প্রতিদিনই নবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে নমুনা সংগ্রহ করা হত। নবাবগঞ্জ উপজেলায় দুইটা টিম কাজ করতো। এর মাঝে এই দুই টিমের এক টিম করোনায় সংক্রমিত হয়েছে। ফলে আপাত দৃষ্টিতে ১৪ দিনের জন্য করোনা নমুনা সংগ্রহ করা ত্যহেকে বিরত থাকবে এই টিম। একই সাথে অপর তিমের কিছু সদস্য অসুস্থ বোধ করায় তাদের এক দিনের ছুটি দেয়া হয়েছে। ফলে শনিবার দিন নবাবগঞ্জ উপজেলায় নতুন করে কোন নমুনা সংগ্রহ করা হয় নি। ফলে করোনা নমুনা সংগ্রহে নবাবগঞ্জ উপজেলায় সংকট দেখা দিয়েছে।

আপনার মতামত দিন