শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের সম্প্রতি অনুষ্ঠিত ২১৭তম সভায় সর্বসম্মতিক্রমে আক্কাচ উদ্দিন মোল্লা ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং মো. সানাউল্লাহ সাহিদ ভাইস-চেয়ারম্যান পুণঃনির্বাচিত হয়েছেন।
নির্বাহী কমিটির পুনর্নির্বাচিত চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা ঢাকা জেলাধীন নবাবগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন শেষে তিনি তৈরি পোশাকশিল্প রফতানির বাণিজ্যে নিজেকে নিয়োজিত করেন এবং একাধিক তৈরি পোশাকশিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন।
তিনি রাসেল স্পিনিং মিলস লি., রাসেল গার্মেন্টস লি., ইকরাম স্যুয়েটার্স লি., রাসেল নিটিং লি., রাসেল ওয়াশিং প্লান্ট, শাহান কালার্স লিমিটেড, তানিয়া কটন মিলস লি. এবং পিএনআর ফাসেনার কোং লি.-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।
ব্যবসায়ী ও সমাজসেবক আক্কাচ উদ্দিন মোল্লা ওসমান মেমোরিয়াল হাসপাতাল এবং ওসমানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়াও তিনি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত রয়েছেন।