নবাবগঞ্জে ৪০ দিন জামায়াতে নামাজ আদায়ে ছাত্রদের মাঝে সাইকেল বিতরণ

নবাবগঞ্জে ৪০ দিন জামায়াতে নামাজ আদায়ে ছাত্রদের মাঝে সাইকেল বিতরণ

255

ûউপজেলার শিকারীপাড়া ইউনিয়নের নারায়নপুর বাইতুন-নূর জামে মসজিদে এক ঝাক তরুণ প্রাণের উদ্যোগে ছোট্ট শিশু কিশোরদের মধ্যে ৪০ দিন জামাআতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায়ের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ছোট্ট সোনামনি ও তাদের পিতা মাতাদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়। এই ৪০ দিনে শুধু জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজই নয়,শিক্ষা দেওয়া হয়েছে বিভিন্ন প্রকার নৈতিকতা,পিতা মাতাসহ মুরুব্বীদের প্রতি সম্মান প্রদর্শন,নামাজের বিভিন্ন দোয়া,শিরকী গুনাহ কাকে বলে ও এ গুনাহের প্রকারভেদসহ বিভিন্ন আমল সেইসাথে জানাজা নামাজ কিভাবে পড়াতে হয় সে ব্যাপারে বিশেষ শিক্ষা দেওয়া হয়েছে। প্রথম পুরুষ্কার হিসেবে ৩টি বাই সাইকেল প্রদান করা হয়, রিচার্জেবল টেবিল ফ্যান,রিচার্জেবল লাইট,জায়নামাজ, ইসলামিক বই,পাঞ্জাবী,পায়জামা ও টুপিসহ অসংখ্য পুরুষ্কার। নতুন প্রজন্মকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে একটু সুন্দর ও পরিচ্ছন্ন, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ তথা দেশ গঠনে ভূমিকা রাখতেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। আজকাল স্কুল কলেজ বন্ধ থাকায় যখন ছেলেরা মোবাইল গেমে আসক্ত হয়ে যাচ্ছিল তখনই আমাদের এ উদ্যোগের মাধ্যমে তাদেরকে ক্ষতিকারক সেই গেম থেকে নিয়ে এসে ইসলাম ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা চালানো হয়, আজকাল ছেলেরা মুরুব্বীদের সম্মান করার ব্যাপারে বড্ড উদাসীন। তাদের দোষারোপ করাও যাবেনা,কারণ এ নৈতিকতা,আদর্শবান হওয়া,ছোটবড় সকলকে সম্মান করার এ শিক্ষাটি প্রথম আসে পরিবার থেকে কিন্তু দুঃখের বিষয় পিতামাতারা আজ সে শিক্ষা দিতে ব্যর্থ,স্কুলের শিক্ষকরাও এখন আর নৈতিক চরিত্র গঠনকল্পে প্রয়োজনীয় শিক্ষাটা দিতে অপারগ, কেউ কেউ একটু শাসন করতে গেলে অভিভাবকদের চাপ থেকে যায় এতে ছেলে মেয়েদের সুশিক্ষা গ্রহণের সুযোগটাও বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে আমাদের এ উদ্যোগে আমরা কিছুটা হলেও সফল বলেন আয়োজকরা। প্রায় প্রতিটি ছেলেই নামাজের সমস্ত নিয়মকানুন জানে,এমনকি তারা নামাজ পড়াতেও পারবে। এ উদ্যোগের পিছনে যুবকদের অনেকেরই অবদানসহ পিছনে যার বিশেষ অবদান রয়েছে তিনি অত্র মসজিদের সম্মানিত ইমাম হাফেজ আব্দুল মতিন সাহেবের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। যিনি খুবই সাবলীলভাবে ছেলেদের এ শিক্ষা দিয়ে সমৃদ্ধ করেছেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সম্মানিত সভাপতি মোঃ আইয়ুব খান মুন্নু,সেক্রেটারি নিয়াল উদ্দিন, প্রধান উদ্যোক্তা আব্দুল কাদের বিদ্যুৎ,ফিরোজ মাহমুদ,পারভেজ,মোশারফ হোসেন, খালিদ বিন ওয়াহিদ কনক,লুৎফর ভূইয়া, মোঃ কাইয়ুম খান টুকন ও অত্র এলাকার বিভিন্ন মসজিদের সম্মানিত ইমামগণসহ এলাকার মুসল্লীবৃন্দ।

অন্য খবর  দোহার-নবাবগঞ্জ কলেজকে সরকারীকরণ করা হবে - নবাবগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

আপনার মতামত দিন