নবাবগঞ্জে স্থানীয় উদ্যোগে রাস্তা তৈরি

276

৪৩ বছরেও কেউ কথা রাখে নি। তাই ওদের একতা-ই পিছনে ফেলা সাড়ে তিন যুগের বঞ্চনা আর কষ্টকে লাঘবের চেষ্টা করছে। মাত্র দেড় কি.মি. রাস্তার অভাবে রাজধানী ঢাকা থেকে মাত্র ২০ কি.মি. দূরে নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের বেনুখালি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ যুগের পর যুগ ভোগান্তির শিকার হয়েছেন।

কারো প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় গ্রামবাসী নিজেরাই উদ্যোগ নেন রাস্তাটি তৈরি করতে। সম্প্রতি তারা ১ কি.মি. রাস্তা মাটি ভরাট করে নির্মাণ করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-বান্দুরা সড়কের পাশে বেনুখালি এক নির্জন বসতি।

বেনুখালি গ্রামীণফোন টাওয়ার থেকে কবরস্থান দেড় কি.মি.। আর্থিক সচ্ছলতার তেমন কোন ঘাটতি না থাকলেও সড়ক যোগাযোগের সুব্যবস্থা নেই। এখানে রাস্তার অভাবে সারাবছরই ফসলী জমির সীমানা দিয়ে হাঁটতে হয় গ্রামবাসীকে। বৃষ্টি ও বর্ষা মৌসুমে কাদা আর পানি মাড়িয়ে হাটবাজার ও স্কুল-কলেজে যেতে হয় সবাইকে।

স্থানীয় বাসিন্দা মো. রমজান খান (৬৫) বলেন, গত ৪৩ বছরে অনেক এমপি মন্ত্রী ও স্থানীয় জনপ্রতিনিধি এলাকায় এসে ভোট নিলেও কেউ কথা রাখে নি। কাদা পানি আর ধূলোবালি ছিলো আমাদের নিয়তি। অবশেষে এলাকার যুবকরা আশার আলো জাগিয়েছে। রাস্তা নির্মাণের উদ্যোক্তা রাশেদ খান ও শাহনেয়াজ বলেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় গ্রামবাসীর চলাফেরার জন্য এ উদ্যোগ নেয়া হয়। তারা গ্রামের সকলের সহযোগিতায় ১ কি.মি. রাস্তা নির্মাণ করেছেন। সরকারি বিভিন্ন দপ্তরে ঘুরেও কোন কাজ হয় নি। এমনকি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টিআর, কাবিখার কোন প্রকল্প চেয়েও পাননি তারা।

অন্য খবর  কেরাণিগঞ্জে ২টি, সাভারে ২টি ও সিরাজদিখানে ১টি সহ ঢাকার পাশে ৮টি স্যাটেলাইট সিটি হচ্ছে: প্রধানমন্ত্রী

আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ হোসেন বলেন, “যুবকদের উদ্যোগকে স্বাগত জানাই। যত দ্রুত সম্ভব রাস্তাটি পরিপূর্ণভাবে করতে সরকারি উদ্যোগ নেয়া হবে।”

বেনুখালির বাসিন্দা আইনজীবী মহসীন মিয়া বলেন, “বৃহত্তর বেনুখালি গ্রামের ১০ হাজার মানুষের যাতায়াতে যে ভূমিকা ওরা রেখেছে তা প্রশংসার দাবি রাখে।”

সূত্র: দৈনিক ইত্তেফাক

আপনার মতামত দিন