নবাবগঞ্জে সোনালী আঁশ পাট নিয়ে ব্যস্ত কৃষকরা

1711
নবাবগঞ্জে সোনালী আঁশ পাট নিয়ে ব্যস্ত কৃষকরা

নবাবগঞ্জে সোনালী আঁশ পাট নিয়ে ব্যস্ত কৃষকরাকৃষি অধ্যুষিত ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চলমান কৃষি মৌসুমে পাটচাষি কৃষক পরিবারের সদস্যরা এখন সোনালী আঁশ পাট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। উপজেলার ১৪ টি ইউনিয়নে মধ্যে শোল্লা, কৈলাইল, যন্ত্রাইল, বাহ্রা, চুড়াইন, আগলা, বারুয়াখালী, জয়কৃষ্ণপুর, শিকারী পাড়া, ও নয়নশ্রী, ইউনিয়নে পাট চাষিরা পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো, শুকানো এবং বিক্রির কাজে এখন ব্যস্ত সময় পার করছেন।

উপজেলা কৃষিসম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, দেশজুড়ে এখন পাট কাটার মৌসুম চলছে। নবাবগঞ্জ উপজেলার ১৪ টি ইউনিয়নে এবার মোট ৭৭৫ হেক্টও জমিতে পাটের আবাদ করেছে পাটচাষি কৃষকরা। এরমধ্যে দেশী সিভিএল জাতের ১০৩ হেক্টর, ডি ১৫৪ জাতের ১২ হেক্টর, তোষা ও ৯৮৯৭ জাতের ৩৫০ হেক্টর, তোষা ও-৭২ জাতের ৩১০ হেক্টর। উপজেলার পাড়াগ্রামের বাসিন্দা কৃষক সামাদ মিয়া বলেন, পাটের দাম নিয়ে চিন্তিত কৃষকরা এ ব্যপারে সরকারি নজরদারী প্রয়োজন। যাতে আমরা নায্যমূল পাই।

শোল্লা ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান বলেন, পাট বাংলাদেশের কৃষক সমাজের অন্যতম একটি প্রাচিন ফসল। যা সকল শ্রেণী ও পেশার মানুষের নিকট পরিচিত। পাটের উন্নয়ন ও বাজারজাত করনে সরকারের সহযোগীতার হাত সম্প্রসারিত হলে খুব শিঘ্রই পাটের সুদিন আবার ফিরে আসবে। উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল আমিন বলেন, সোনালি আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বিগত সময়ের চেয়ে এবার পাটের বাজার মূল ভালো। আশাকরি পাটের সুদিন ফিরে আসবে।

আপনার মতামত দিন