ঢাকার নবাবগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক ৩ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরের দিকে পৃথকস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা প্রত্যেকে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার পাইকশা গ্রামের সৈয়দ হোসেনের ছেলে নুরুল ইসলাম, মোসলেমহাটি গ্রামের শেখ হাসিনূরের ছেলে স্বপন ও একই গ্রামের আবের উদ্দিন সরদারের চেলে ফরহাদ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে নবাবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক জয়নাল আবেদীন জানান।
থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক সোহেল রানা জানান, বৃহস্পতিবার ভোরের দিকে পাইকশা ও মোসলেমহাটি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা নবাবগঞ্জ থানার ২০০৮ সালের একটি ডাকাতি মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। তারা তিনজনই চিহ্নিত ডাকাত।
আপনার মতামত দিন