নবাবগঞ্জে শুরু হয়েছে স্বাধীনতা দিবস ক্যারম প্রতিযোগিতা

413

নবাবগঞ্জের কলাকোপা টিপটপ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবস ক্যারম প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় কলাকোপা উকিলবাড়িতে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী খন্দকার আবুল হাসেম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা খন্দকার নুরুল আনোয়ার বেলাল। উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা- ডা. খন্দকার শায়খুল ইসলাম, আলহাজ মো. আবদুস সালাম, মো. আবদুল মান্নান, আবদুল কাদের; ক্লাবের সদস্য- খন্দকার নুরুল আলম দিপু, খন্দকার নুরুল ফারুক ঝিলু, মো. গোলাম মোস্তফা, আক্কাস আলী, রফিকুল ইসলাম, ননী গোপাল মণ্ডল, শেখ নয়ন আলী, বিপ্লব ঘোষ, শুভ, কাসেম আলী ও নাজমুল আরিফুল সোয়াদ। প্রতিযোগিতায় একক ও দ্বৈত বিভাগে ১৬টি দল অংশগ্রহণ করবে। আগামী ২৭ মার্চ চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

 

আপনার মতামত দিন