নবাবগঞ্জে লোহার পাইপ দিয়ে পিটিয়ে শিশুকে জখম

579

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পলাশ (১২) নামে এক শিশুকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করেছে স্থানীয় মো. ইউসুফ (৬০), মো. আবুল হোসেন (৫২) ও অনন্ত বিশ্বাস (৫০) নামে তিন মাদকসেবী। গত বুধবার রাতে উপজেলার চন্দ্রখোলা    স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আহত শিশু পলাশ উপজেলার চন্দ্রখোলা গ্রামের মো. হাছেমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পলাশ মাঠে খেলাধুলা করে বাড়ি ফেরার পথে চন্দ্রখোলা স্ট্যান্ডে ঐ তিন ব্যক্তি মাদক সেবন করে আড্ডা দিচ্ছিল। তারা পলাশকে ডাক দিলে পলাশ ভয় পেয়ে তাদের ডাকে সাড়া না দিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মো. আবুল হোসেন দৌড়িয়ে শিশুটিকে ধরে প্রথমে কিল, ঘুষি ও লাথি মেরে আহত করে। পরে বাকি ছ’জন শিশুটিকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। পলাশের চিত্কারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার পরের দিন সকালে শিশুটির বড় ভাই মো. সুজন স্থানীয় নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত দিন