নবাবগঞ্জে যুবলীগ নেতা বহিষ্কার

376
নবাবগঞ্জে যুবলীগ নেতা বহিষ্কার

দোহার-নবাবগঞ্জে বারুয়াখালী ইউনিয়ন আওয়ামী যুব লীগের সহ-সভাপতি মো. রাশেদ খানকে বহিষ্কার করেছে উপজেলা যুবলীগ।  সম্প্রতি উপজেলা যুবলীগের এক সভায় নেতারা তাকে বহিষ্কার করে চিঠি দিয়েছেন বলে জানান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নুর আলম।

উল্লেখ্য, রাশেদ নিজেকে দলিল লেখক পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জমি ক্রেতাদের সঙ্গে প্রতারণা, জমির নামজারি করার নামে বিভিন্ন অনিয়মসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

দলীয় সূত্র জানায়, বারুয়াখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো. রাশেদ খান বিভিন্ন অপরাধে একাধিকবার গ্রেফতার হওয়ায় নবাবগঞ্জ উপজেলা যুব লীগের কার্যকরী সভায় আলোচনা সাপেক্ষে ও বারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সব নেতাদের মতামতের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের বিষয়টি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নুর আলম তার স্বাক্ষরিত এক লিখিত প্যাডে গণমাধ্যমকে নিশ্চিত করেন।

 

 

আপনার মতামত দিন