নবাবগঞ্জে যুবককের রহস্য জনক মৃত্যু

253
নবাবগঞ্জে যুবককের রহস্য জনক মৃত্যু
নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চর শৈল্যা গ্রামের জাকির হোসেন নামে এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওই পরিবারের। বুধবার নিহত যুবককে অজ্ঞাত এক ব্যাক্তি ফোন করে ঢেকে নেয় দুবৃত্তরা। এরপর পাশের এলাকার খেজুর বাগ বালুর মাঠ থেকে বিকেলে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরিবারের লোকজন চিকিৎসার জন্য নবাবগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক তার অবস্থার বেগতিক দেখে দ্রুত মিটফোর্ড হাসপাতালে পাঠিয়ে দেন। এরপর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা অবস্থায় আজ সকালে মৃত্যু বরন করেন জাকির। কতোয়ালী থানার এসআই কিরন জানান, জাকিরের মৃত্্যুটি রহস্য জনক মনে হচ্ছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে চিকিৎসাপত্র দেখে মনে হচ্ছে পয়জন জনিত কারণে তিনি মৃত্যু বরণ করেছেন। মৃত্যুর কারণ জানতে পোস্ট মর্টেম করতে দেয়া হয়েছে। পোস্ট মর্টেম রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের স্ত্রী বলেন, আমার স্বামী প্রতিদিনের মতো বুধবার মটর সাইকেল নিয়ে বের হন। কার যেন ফোন পেয়ে বাসায় থেকে বের হন। বিকালে জানতে পারি আমার স্বামী জাকির খেজুরবাগ বালুর মাঠে পড়ে আছে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালে আজ মৃত্যু বরন করেন। আমার স্বামীর মৃত্যু আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। পুলিশ তদন্ত করলে এর রহস বের হয়ে যাবে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।
এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, ঘটনার তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত কিছু পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।
আপনার মতামত দিন