নবাবগঞ্জে মুজিবনগর দিবসে আওয়ামী লীগের র‍্যালী

353
নবাবগঞ্জে মুজিবনগর দিবসে আওয়ামী লীগের র‍্যালী

ঢাকা জেলার নবাবগঞ্জে মুজিবনগর দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুজিবনগর সরকার দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এই র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুজিবনগর দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও দোহার নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগ নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করে। র‍্যালীটি উপজেলার  প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে শহীদ মিনারে ফিরে এসে আলোচনা সভা করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী শওকত শাহীন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জালাল উদ্দিন, নবাবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমু, শোল্লা ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিন, ঢাকা জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান রানা, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল বারী শান্ত প্রমুখ।

আপনার মতামত দিন